Principal ( মোঃ আব্দুর রউফ )
শিক্ষা-সংস্কৃতির লীলাভূমি বরেন্দ্র জনপদের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় অর্ধ শতাব্দী কাল যাবৎ উচ্চ শিক্ষা প্রসারে অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে কর্মজীবনে স্ব স্ব ক্ষেত্রে সাফল্য ও গৌরবের মর্যাদা অর্জন করেছেন। এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি অনাগত ভবিষ্যতে বরেন্দ্র মন্ডলের এই অঞ্চলের হারানো গৌরব পুনরূদ্ধার করতে সক্ষম হবে। ‘জগদ্দল মহাবিহার’, ‘আগ্রাদ্বিগুন অগ্রপুরি বিহার’, মুসলিম বাংলার প্রথম ইসলামি শিক্ষা কেন্দ্র ‘মাহিসন্তোষ গড়’ এর স্থান অচিরেই পূর্ণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।